১) কোর্স এনরোল করার পর কোন কারনে রিফান্ড রিকুয়েস্ট গ্রহনযোগ্য নয়
২) ভুল তথ্য/ টেকনিক্যাল সমস্যার কারণে কোন কোর্স কিনতে গিয়ে ডাবল পেমেন্ট করা হয়ে গেলে বা একই কোর্স দুইবার কেনা হলে আমাদেরকে বিস্তারিত প্রমানসহ প্রশ্ন করতে হবে এবং সেটা প্রমানিত হলে আগামী ৩০ দিনের মধ্যে অতিরিক্ত পেমেন্ট রিফান্ড করা হবে।
বিশেষ নোটঃ দেখুন জন্ম -মৃত্যুর মালিক আল্লাহু তায়ালা কার কখন দুনিয়া থেকে চলে যেতে হবে আমরা কেউ জানিনা এবং আমরা চলে যাওয়ার পর আমাদের ওয়েবসাইটটি কি হবে সেটাও জানিনা। একটা ওয়েব সাইট পরিচালনা করার জন্য ডোমেইন, হোস্টিং এর প্রয়োজন হয় আর এগুলো মাস বা বছর ভিত্তি করে নবায়ন করতে হয় অন্যথায় এগুলো আর কাজ করে না। তাছাড়া, আমাদের কোর্সের ওয়েবসাইট হাই স্পীড একটা কম্পানি থেকে নেয়া, যেখানে আমরা প্রতি মাসে একটা বিল পে করি। আল্লাহ না করুন আমি মারা গেলে আমার টিম ফ্রিল্যান্সিং আর কাজ না করলে এই ওয়েবসাইট আর কন্টিনিউ কাজ করতে পারবে না। আর মৃত্যুর পর এই ক্ষেত্রে আমাকে কেউ দায়ী করতে পারবে না। আর আমি কি থাকব না- এই শর্ত যদি মেনে আমাদের কোর্স নিতে চান তাহলে নিতে পারেন, অন্যথায় আমাদের কোর্স না নেয়ার জন্য অনুরোধ রইলো।
আমি উপরে লেখা পড়ে হয়ত অনেকেই অবাক হয়েছেন কিন্তু আমি আমার দিক থেকে সবসময় সত্য থাকতে চাই তাই কথাগুলো বললাম।